Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়, শিক্ষা ভবন, ২য় ব্লক (৯ম তলা), ১৬, আব্দুল গণি রোড, ঢাকায় অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সমগ্র বাংলাদেশে ৬৫ টি জেলা অফিস আছে। প্রতিটি জোনে একজন নির্বাহী প্রকৌশলী অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। জনাব মোঃ আরিফুজ্জামান বর্তমানে বগুড়া জোন অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি/বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, কমার্শিয়াল ইনষ্টিটিউট এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পলিটেকনিক ইনষ্টিটিউট, টেকনিক্যাল কলেজ স্কুল এন্ড কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  ভৌত অকঠামো নির্মাণ/মেরামত ও সংস্কার কাজে নিয়োজিত।


শিক্ষা একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতিলাভ করতে পারে না। স্বাধীনতার পর থেকেই আমাদের সরকার এদেশ ও জাতির প্রতিটি মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছে। সে জন্য শিক্ষা শীর্ষক কর্মকান্ড গুলো বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন যা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশী অগ্রাধিকার পায়। 


শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও বেসরবকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ করে।